নিজস্ব প্রতিবেদক,
অস্ত্র আইনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকের (৬৩) বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার প্রথম তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই রুবেল শেখ। এ নিয়ে মামলাটিতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
রোববার (২৯ আগস্ট) ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে সাক্ষ্য দেন তিনি। তার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার (৩১ আগস্ট) পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
গত ১১ মার্চ আব্দুল মালেকের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। গত ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই মেহেদী হাসান চৌধুরী মালেকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
প্রসঙ্গত, অবৈধ অস্ত্র, জাল নোটের ব্যবসা ও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছর ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে মালেককে আটক করে র্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।