স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান এবং কার্ডিওগ্রাফার পদে নিয়োগ দিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ফাহমিদা আক্তার শম্পা, শুভ মন্ডলসহ ৩ শতাধিক পরীক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম এ নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি)-সহ চারজনকে বিবাদী করা হয়েছে।
এছাড়া মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে পরীক্ষা নেওয়ার পর ফল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার ফল ঘোষণা করে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
আইনজীবী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম বলেন, নোটিশ প্রেরণকারীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন। কিন্তু মৌখিক পরীক্ষার ফল প্রকাশ না করে স্বাস্থ্য অধিদফতর গত ৩১ সেপ্টেম্বর এ অফিস আদেশে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করেন।
আমরা বিবাদীদের ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এ সময়ের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়োগের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করলে আমরা হাইকোর্টে রিট করব।