খেলাধূলা প্রতিনিধি:
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে। শেষ ম্যাচ ১০ উইকটে হেরে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। একবার পাঁচ উইকেটও পেয়েছেন।
ব্যাট হাতে ঢাকা টেস্টের চতুর্থ ইনিংসে ভালো করেছেন। সিরিজ শেষেই তিনি সিঙ্গাপুর চলে গেছেন স্বাস্থ্য পরীক্ষা করাতে।
বিসিবি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা সিরিজের আগে করোনামুক্ত হওয়া সাকিব মাঠে নেমে শারিরীক দুর্বলতা অনুভব করছেন। সেই সঙ্গে আছে অস্বস্তিও। তাই তিনি সিঙ্গাপুরে গেছেন পুরো শরীর চেকআপ করাতে। এছাড়া সাকিবের কোনো চোট-আঘাতের সমস্যা নেই বলে জানা গেছে। সিঙ্গাপুরে চেকআপ করিয়ে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যাবেন।
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরে করোনা পজিটিভ হন সাকিব। তিনদিন পর তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দেন। দুই ম্যাচে নেন ৯ উইকেট। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ফরম্যাটের দলেই তার নাম আছে। তিনি যুক্তরাষ্ট্র থেকে আগামী ১০ জুন সরাসরি উইন্ডিজে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
বিএসডি/ এমআর