নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার:
হবিগঞ্জে পুলিশ ও বিএনপির মধ্যে গতকালের সংঘর্ষের ঘটনায় ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মামলায় জেলা বিএনপির আহবায়ক আব্দুল হাশেম এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক ও হবিগঞ্জের সাবেক পৌর মেয়র জি কে গউছসহ ৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সন্ধ্যা পৌনে ৭টার দিকে এসআই নাজমুল হাসান বাদী হয়ে এ মামলা করেছেন।
মামলায় সরকারি কাজে বাধা দেওয়া, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করে পুলিশকে আহত করা, পৌরসভা ও জেলা পরিষদ ভবনের দরজা জানালা ভাঙচুর, পুলিশের গাড়ি ভাঙচুরসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।
মামলা প্রসঙ্গে জি কে গউছ বলেন, ‘আমরা যেন সভা-সমাবেশ করতে না পারি, এজন্য বিএনপিকে দুর্বল করতে প্রশাসন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। পুলিশ আমাদের সমাবেশের মঞ্চ ভাঙচুর করে উল্টো আমাদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে।’
গতকাল সকালে হবিগঞ্জ শহরে শায়েস্তানগরের রাস্তায় সমাবেশ করায় বাধা দেয় পুলিশ। এ নিয়ে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে কথা কাটাকাটি হয়। নেতাকর্মীরা যেন প্রধান রাস্তায় যেতে না পারে সেজন্য পুলিশ ব্যারিকেড দেয়।
বেলা দেড়টার দিকে ব্যারিকেড ভেঙে যুবদল নেতাকর্মীরা প্রধান সড়কে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
বিএসডি/এসএফ