ধর্ম ডেস্ক,
সালাম ফিরে তিনবার ইস্তিগফার
সাওবান রা: হতে বর্ণিত, তিনি বলেন, নবী সা: নামাজান্তে সালাম ফিরে তিনবার ইস্তিগফার করে এই দোয়া পড়তেন, ‘আল্লা-হুম্মা আন্তাস সালা-মু অমিন্কাস সালা-ম, তাবা-রাকতা ইয়া যাল জালা-লি অল ইকরা-ম।’ অর্থাৎ হে আল্লাহ! তুমি শান্তি (সকল ত্রুটি থেকে পবিত্র) এবং তোমার নিকট থেকেই শান্তি। তুমি বরকতময় হে মহিমাময়, মহানুভব!
এ হাদিসের অন্যতম বর্ণনাকারী ইমাম আওযায়ীকে প্রশ্ন করা হলো, ইস্তিগফার কিভাবে হবে? তিনি বললেন, ‘বলবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।’ (আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি)
রিয়াদুস সালেহিন ৮/১৮৮৫, মুসলিম ৫৯১, তিরমিজি ৩০০, আবু দাউদ১৫১২, ইবনু মাজাহ ৯২৮, আহমাদ ২১৯০২
বিএসডি/আইপি