পরিবহনমালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, গত শনিবার থেকে চট্টগ্রাম নগরের শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া (হাফ পাস) চালু হয়। গত রোববার পাঁচ শর্তে শিক্ষার্থীদের বাসভাড়া অর্ধেক করে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। দেশের সব মহানগরে (মেট্রোপলিটন এলাকায়) এ ভাড়া কার্যকর হবে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপনটি প্রকাশ হয়। শিক্ষার্থীরা হাফ পাস চালুর দাবিতে সম্প্রতি রাজধানী ঢাকাসহ সারা দেশে আন্দোলন শুরু করেছিল।
আজ মঙ্গলবার দুপুরে নগরের লালখান বাজারে মেট্রো প্রভাতী বাসের জন্য কাউন্টারে অপেক্ষা করছিল স্কুলছাত্র ইয়াছিন ভূঁইয়া। নগরের কাঠগড় এলাকায় তার বাসা। তবে তার কাছ থেকে পুরো ভাড়া নেওয়া হয়। এই স্কুলছাত্র প্রথম আলোকে বলে, বাসা থেকে আসার সময়ও পুরো ভাড়া নেওয়া হয়েছে। যাওয়ার সময়ও একই অবস্থা। শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার কথা বলা হলেও, তা অনেকেই মানছে না। আবার অর্ধেক ভাড়া না নেওয়ার কোনো যুক্তিও দিতে পারছেন না গাড়ির লোকজন। তবে অবশ্যই অর্ধেক ভাড়া নেওয়া উচিত।
মেট্রো প্রভাতীর টিকিট বিক্রেতা আলী আকবর প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের কাছে অর্ধেক ভাড়ার টিকিট বিক্রি না করতে মালিকপক্ষ নিষেধ করেছে। এখানে তাঁর কিছু করার নেই। মালিকপক্ষ যদি বলে অর্ধেক ভাড়া নিতে, তাহলে তিনি অর্ধেক ভাড়ায় টিকিট বিক্রি করবেন।
নগরের ওয়াসা মোড়ে কথা হয় কলেজছাত্র মেহেদী হাসানের সঙ্গে। তিনি ১০ নম্বর রুটের একটি বাসে করে বহদ্দারহাট থেকে ওয়াসা মোড়ে আসেন। তিনি বলেন, তাঁদের এই পথের ভাড়া ৮ টাকা। তবে পরিচয়পত্র দেখানোয় ৪ টাকা নেওয়া হয়।
বিএসডি/ এলএল