চেলসির বিপক্ষে জিতলেই প্রিমিয়ার লিগের শিরোপা উদযাপন করার সুযোগ পেত ম্যানচেস্টার সিটি। এমন একটি ম্যাচে ভুল করে বসলেন দলের বড় তারকা সর্হিও আগুয়েরো। তারই এমন ভুলের খেসারত হিসেবে উল্টো হেরে শিরোপা উৎসবের অপেক্ষা বাড়লো সিটির। ঘরের মাঠে এমন দুর্দান্ত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সিটিজেনরা।
ম্যাচের শুরু থেকে এগিয়ে ছিল ম্যান সিটি। বিরতির আগে স্কোর লাইন দ্বিগুণ করার সুযোগ পায় স্বাগতিকরা। বক্সের ভেতর সিটির স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেসকে চেলসির তরুণ ইংলিশ মিডফিল্ডার বিলি গিলমোর ফাউল করায় পেনাল্টি পায় সিটি। অনায়াসে স্কোর লাইন ২-০ রেখে বিরতিতে যেতে পারতো সিটি। এরপর যে রক্ষণ তাতে জয় নিশ্চিত করা খুব একটা কঠিন ছিল না তাদের।
এমন একটা সময় পেনাল্টি কিক নিতে আসেন আগুয়েরো। ২০১১/১২ মৌসুমে তার গোলেই ম্যানচেস্টার ইউনাইটেডের মুখ থেকে শিরোপা কেড়ে নিয়েছিল এই সিটিজেনরা। সেই আগুয়েরো করল হাস্যকর ভুল। তার খেসারতও ভালো হয়নি, হেরেই শিরোপা অপেক্ষা বাড়লো দলের। পেনাল্টি নিতে এসে ‘পানেনকা’ কিক মারলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এতটা দুর্বল ছিল বল, যে গোলরক্ষক লাফাতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে সহজে বল গ্লাভসে জড়িয়ে নেয়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে এসে বদলে যায় চেলসি। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের দল। ম্যাচ শেষে অবশ্য এমন ভুলের জন্য ভক্তদের নিকট ক্ষমা চেয়েছেন তিনি। এক টুইট বার্তায় আগুয়োরো জানান, ‘পেনাল্টি মিস করার জন্য আমার সতীর্থ, ক্লাব কর্মকর্তা ও সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। ওভাবে পেনাল্টি নেওয়ার সিদ্ধান্তটা বাজে ছিল, আর এর পুরো দায়ভার আমি নিচ্ছি।’
তার পোস্টের নিচে কমেন্ট করে রহিম স্টার্লিং সহমর্মিতা জানিয়েছে লিখেছেন, ‘ব্যাপার না, বন্ধু। হারের জন্য আমরা সবাই দায়ী। কিন্তু আমরা আবারও নিজেদের ভুল শুধরে এগিয়ে যাব।’