হিলি প্রতিনিধি:
সাপ্তাহিক ছুটি ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে টানা দুদিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত পণ্য আমদানি রফতানি বাণিজ্য। একই সঙ্গে বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। তবে চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রীদের দেশে ফেরা কার্যক্রম চালু থাকছে।
হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটির কারণে কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বড়দিন, ফলে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ট্রাক থেকে পণ্য লোড-আনলোড ও ডেলিভারি বন্ধ থাকবে।
আগামী রোববার সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান হারুন উর রশীদ।
বিএসডি/ এলএল