নিজস্ব প্রতিবেদক,
নওগাঁয় ১০০ কেজি গাঁজাসহ দুইমাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর রাতে শহরের বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তাররা হলেন— কুমিল্লা জেলার মুরাদনগর থানার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে আবুল বাশার ও হীরা কান্দা গ্রামের মান্নানের ছেলে (ড্রাইভার) শাহ জালাল।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি কাভার্ডভ্যান মাদকসহ কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়া যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে শহরের বাইপাস মোড়ে একটি চেকপোস্ট বসানো হয়। পরে রাত ২টায় সাদা রঙের একটি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে তারা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গাঁজা ও ড্রাইভারসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিএসডি/আইপি