নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ১২৩ শ্রমিককে নিয়োগের দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন ও আন্দোলন করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে এটি অনুষ্ঠিত হয়।
পরে বড়পুকুরিয়া কয়লাখনির মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ ফাঁড়ির সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।
এ অবস্থায় আমরা চরম অভাব-অনটনের মধ্য দিয়ে মানবেতর জীবন যাপন করছি। বিগত দিনে আশ্বাসের বার্তা দিয়ে আন্দোলন থামিয়ে দিলেও এখন পর্যন্ত সেই আশ্বাস পূরণ করেনি। তাই আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা। আমাদের দাবি মেনে নিয়ে দুমুঠো ডাল-ভাতের ব্যবস্থা করতে মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী বলেন, নিয়োগের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আমাদের কিছুই করার নেই, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার। তাই তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
বিএসডি/আইপি