নিজস্ব প্রতিবেদক:
২ মাস মূল্যহ্রাসের পর আবারও দেশে ভোক্তা পর্যায়ে রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে।
ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি কেজি এলপিজির দাম আগের মাসের চেয়ে ৫ টাকা ১৭ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা নির্ধারণ করেছে সরকার। এতে বেসরকারি খাতে মূসকসহ ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ক্রেতাকে ১ হাজার ২৪০ টাকা খরচ করতে হবে। আগের দামের তুলনায় যা ৬২ টাকা বেশি।
সৌদি সিপির সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার মাসিক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এই দাম ঘোষণা করে।
বিইআরসি সচিব আবু সাইদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মাসে এলপিজির মূল উপাদন প্রোপেন ও বিউটনের আন্তর্জাতিক মূল্য বা সিপি প্রতি টন ৭৭৫ ডলার ঠিক করা হয়েছে। সেই হিসাবে এই দুই গ্যাসীয় দ্রব্যের ৩৫:৬৫ মিশ্রণের মূল্যও দাঁড়ায় প্রতিটন ৭৭৫ ডলার।
জানুয়ারি মাসে এ মিশ্রণের মূল্য ছিল ৭২০ দশমিক ৫০ ডলার। সেই পার্থক্য বিবেচনায় নিয়ে ঠিক করা হয়েছে নতুন মাসের মূল্যহার।
নতুন ঘোষণা অনুসারে রেটিকুলেটেড এলপিজির দাম ঠিক হয়েছে ১০০ টাকা ১০ পয়সা। জানুয়ারি মাসে যা ছিল ৯৪ টাকা ৯৪ পয়সা।
এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম ধরা হয়েছে মূসকসহ ৫৭ টাকা ৮১ পয়সা। যা আগের মাসে ছিল ৫৪ টাকা ৯৪ পয়সা।
এদিকে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম তাই আগের ৫৯১ টাকাই থাকছে।
বিএসডি/ এলএল