নিজস্ব প্রতিবেদক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিবিড় কর্মকারের সাফল্যে তার পরিবার ও শিক্ষকরা গর্বিত। ১৩০০ নম্বরের মধ্যে ১২৮৫ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগে অসাধারণ ফল করেছে নিবিড়।
এই সাফল্য শুধু পরিশ্রমের পাশাপাশি স্কুলের শিক্ষকদের সহযোগিতা ও পরিবারের অবিচল সমর্থনেও সম্ভব হয়েছে বলে জানিয়েছে নিবিড়। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন তার। এক্ষেত্রে তার লক্ষ্য বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হওয়া। এখন থেকে সেই লক্ষ্যে পড়াশোনা চালিয়ে যেতে চায় নিবিড়।
নিবিড়দের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। তবে পরিবারের সঙ্গে সে নগরের আন্দরকিল্লা এলাকায় থাকে। তার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আর মা রিপা রায় গৃহিণী।
নিবিড় জানায়, নিয়মিত পড়াশোনা করেছি। গড়ে ১০ ঘণ্টা করে পড়েছি। ভালো ফল হবে আশা করেছিলাম, তবে নম্বর কেমন আসবে, তা নিয়ে কিছুটা চিন্তায় ছিলাম। নম্বর দেখার পর নিজেরই অনেক ভালো লেগেছে। ভালো প্রকৌশলী হওয়া জীবনের লক্ষ্য। এজন্য বুয়েটে ভর্তি হতে চাই।
নিবিড়ের মা রিপা রায় এবং বাবা জীবন কর্মকার তার সাফল্যে অত্যন্ত খুশি। জীবন কর্মকার বলেন, শিক্ষকদের দিকনির্দেশনা মেনেই সে পড়াশোনা করেছে। আমরা পড়াশোনার পরিবেশটা নিশ্চিত করেছি। কোনো ধরনের চাপ দিইনি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, নিবিড়ের ফল অবশ্যই প্রশংসার দাবি রাখে। তবে অনেকেই নিবিড় সারাদেশে প্রথম হয়েছে বলে দাবি উঠেছে। যদিও আমরা নম্বরের ভিত্তিতে কোনো তালিকা করিনি।