ক্রীড়া ডেস্কঃ
২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের লেগ স্পিনার ড্যান ফন বানজের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। টি-টোয়েন্টিতে দুই বার হলেও, ১৪ বছর ধরে ওয়ানডে ক্রিকেটে দেখা মিলছিল না টানা ছয় ছক্কার।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা। বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে ইনিংসের শেষ ওভারে পেসার গউদি টকার প্রত্যেকটি বল উড়িয়ে সীমানা ছাড়া করেন তিনি। ঐ ওভারে ৩৬ রানসহ গতকাল ব্যাট হাতে চারটি চার ও ১৬ ছয়ে ১২৪ বলে অপরাজিত ১৭৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন জাসকারান। যার সুবাদে ওমানের আল আমিরাত স্টেডিয়ামে টস হেরে নিউ গিনির বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭১ রান করে যুক্তরাষ্ট্র।
বিএসডি/এএ