স্পোর্টস ডেস্ক:
একবার তিনি পাকিস্তানকে নিয়ে গিয়েছিলেন শিরোপার খুব কাছে, পরেরবার একেবারে বিশ্বকাপ জিতিয়ে তবেই ক্ষান্ত হয়েছিলেন শহিদ আফ্রিদি। তার চেয়ে বেশি ভালো কে জানে একটা বিশ্বকাপ কী করে জিততে হয়? সেই আফ্রিদিই এবার জানালেন, পাকিস্তানই জিতবে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এবারের পাকিস্তান অবশ্য বিশ্বকাপের আগে তেমন আলোচনায় ছিল না। বোর্ডে পরিবর্তন, কোচিং প্যানেলে পরিবর্তনের ফলে দলটা কেমন করবে বিশ্বকাপে, তা নিয়েই ছিল প্রশ্ন। কিন্তু বিশ্বকাপে বাবর আজমরা সেই প্রশ্নকে তো তুড়িতে উড়িয়ে দিয়েছেনই, দেশকে স্বপ্ন দেখিয়েছিলেন বিশ্বকাপেরও।
ভারতকে হারিয়ে স্বপ্নীল উড়ানের শুরু, এরপর বাকি চার ম্যাচে টানা জয়ে সেমিফাইনালে পৌঁছে দলটি। কিন্তু এরপরই যেন ‘ক্র্যাশ ল্যান্ডিং’, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ চার ওভারের গড়বড়েই বিশ্বকাপ থেকে বিদায় নেন বাবর আজমরা।
তবে এই হারের পরই আফ্রিদি শোনালেন আশার বাণী। জানালেন পাকিস্তানই জিতবে পরের বিশ্বকাপ। তিনি টুইট করে বলেন, ‘ছেলেরা, তোমরা দুর্দান্ত লড়েছো, এতে করে আমাদেরও গর্বিত করেছো তোমরা। টুর্নামেন্ট জুড়েই বোঝা গেছে তোমরা দারুণ চেষ্টা করেছো। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভালো করছিলে। এই দলটাই আগামী বছর বিশ্বকাপ জিততে পারে। আর তাই আমাদের সবারই এই দলকে সমর্থন দেওয়া উচিত।’
আফ্রিদির মতো সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকও দলকে ভাসালেন প্রশংসার বন্যায়। বললেন, ‘পুরো টুর্নামেন্টজুড়ে পাকিস্তান চ্যাম্পিয়নের মতোই লড়েছে। এই তরুণরা আমাদের দারুণ গর্ব এনে দিয়েছে। এদের খেলার কারণে বিশ্বজুড়ে আমাদের অনেক নতুন সমর্থকও তৈরি হবে।’
পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার কণ্ঠেও ঝরে পড়ল একই সুর। বললেন, ‘তোমরা আসলেই দেশকে এক সুতোয় গেঁথেছ। তোমাদের প্রতিশ্রুতিতে পুরো দেশ নতুন করে প্রাণ পেয়েছে। তোমরা যেভাবে লড়েছো, তাতে আমরা গর্বিত; তোমাদের ধন্যবাদ।’
বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েই অবশ্য দেশে ফিরছে না পাকিস্তান। কালই পা রাখবে বাংলাদেশে। তিন টি-টোয়েন্টি আর দুটো টেস্টের সিরিজ খেলে তবেই ফিরবে দেশে।
বিএসডি/এসএসএ