আন্তর্জাতিক ডেস্ক:
হামলায় অংশ না নিলেও ২০০৬ সালে জাপানের একটি আদালত হামলা সমন্বয়কারী হিসেবে অভিযুক্ত করে ও তাতে জড়িত থাকার অভিযোগে শিজেনেবুকে ২০ বছরের কারাদণ্ড দেন।
রায়ের পাঁচ বছর আগেই বিচার চলাকালে তিনি রেড আর্মি বিলুপ্ত ঘোষণা করে আইনের মধ্যে থেকে নতুন করে লড়াই শুরুর ঘোষণা দেন।বিবিসি বলেছে, সর্বশেষ ১৯৮৮ সালে ইতালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ক্লাবে জাপানের সশস্ত্র গোষ্ঠী রেড আর্মির গাড়ি বোমা হামলার কথা জানা গিয়েছিল।
স্থানীয় সময় আজ শনিবার কারাগার থেকে মুক্ত হওয়ার সময় শিজেনেবু নিজেদের লক্ষ্য অর্জনে ‘নিষ্পাপ মানুষের ক্ষতি’ করার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন।
এএফপির প্রতিবেদন অনুযায়ী শিজেনেবু বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকে অগ্রাধিকার দিয়ে নিরঅপরাধ মানুষদের জিম্মি করার মাধ্যমে তাদের ক্ষতি করেছি কিন্তু তারা ছিল আমাদের কাছে অপরিচিত।’ ১৯৭২ সালে তেল আবিবের লোদ বিমানবন্দরে হামলায় ২৬ জনের মৃত্যুর জন্য এর আগেও অনুশোচনা করেন তিনি।
বিএসডি/ এমআর