জ্যেষ্ঠ প্রতিবেদক:
অতি বৃষ্টির জন্য শ্রীলঙ্কায় জাতীয় দলের টুর্নামেন্ট পিছিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে ক্লাবে সামান্য অনুশীলন করে ২৭ নভেম্বর থেকে স্বাধীনতা কাপ শুরু হওয়া নিয়ে খানিকটা সংশয় ছিল। আজ (মঙ্গলবার) লিগ কমিটির সভায় সেই সংশয় দূর হয়েছে।
২৭ নভেম্বর থেকেই স্বাধীনতা কাপ শুরু হচ্ছে। প্রিমিয়ার লিগের ১২ দলের সঙ্গে সার্ভিসেস ৪টি দল যোগ হবে। ১১ নভেম্বরের মধ্যে সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়, শিক্ষা সংস্থাগুলোর এন্ট্রি করার কথা। ১১ নভেম্বরের মধ্যে চার দল এন্ট্রি করলে আর বাছাই পর্ব হবে না। প্রিমিয়ার লিগের ১২টি ও সার্ভিসেস ৪ দলসহ মোট ১৬টি দল নিয়ে হবে টুর্নামেন্ট। ৪ দলের বেশি হলে সেক্ষেত্রে বাছাই হবে।
১১ ডিসেম্বর থেকে কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। ১১ ডিসেম্বরের আগে স্বাধীনতা কাপ সম্পন্ন হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে স্বাধীনতা কাপের ভবিষ্যত সম্পর্কে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি বলেন, ‘আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রাধান্য আগে। নারীদের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই টুর্নামেন্ট কোয়ার্টার বা সেমি পর্যায়ে চলে যাবে। তখন কিছু দিনের জন্য বিরতি বা অন্য ভেন্যুও হতে পারে।’
তবে বাস্তবতা মেনে অন্য ভেন্যুতে হওয়ার সম্ভাবনা কমই জানালেন লিগ কমিটির চেয়ারম্যান, ‘স্বাধীনতা কাপে কমলাপুর স্টেডিয়ামে দিনে দুটি ম্যাচ হবে। ফ্লাডলাইটেও চলবে খেলা। অন্য ভেন্যুতে ঢাকার মধ্যে ফ্লাডলাইট সুবিধা নেই।’
কমলাপুর স্টেডিয়ামের টার্ফে খেলতে ক্লাবগুলোর অনীহা অনেক। স্বাধীনতা কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট কমলাপুর স্টেডিয়ামে খেলতে ক্লাবগুলো রাজি হওয়ার কারণ সম্পর্কে সালাম মুর্শেদি বলেন, ‘এটি মৌসুমের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট এজন্য ক্লাবগুলো কমলাপুরে খেলতে রাজি হয়েছে। কমলাপুর স্টেডিয়ামের সুযোগ সুবিধা আগের চেয়ে অনেক ভালোও হয়েছে।’