২৮ অক্টোবরে মহাসমাবেশে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশের নায়েক আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ভারতের অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। তখন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমানবন্দর থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত ৫৫ বছর বয়সী রাজ্জাকের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়। দুই ছেলে ও এক মেয়ে রয়েছে তার।
সংঘর্ষের পর প্রটেকশন বিভাগের উপ কমিশনার মেহেদী হাসান জানিয়েছিলেন, গত ২৮ অক্টোর সংঘর্ষের সময় নাইটিঙ্গেল মোড়ের কাছে মাথায় আঘাত পান রাজ্জাক। তার মাথার খুলি ভেঙে গেছে। সেটা আলাদা করে রেখে অপারেশন হয়। এরপর আইসিইউতে রাখা হয় তাকে।
বিএসডি/ এফ এ