নিজস্ব প্রতিবেদক:
পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করায় দুই যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। রোববার (২৬ জুন) সন্ধ্যায় মাগুরার সদর উপজেলা হাজরাপুর ইউয়িনের আলমখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই দুই যুবককে মাগুরা ২৫০শয্যা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে।
আহত দুই যুবক মধ্যে একজন মাসুম রেজা (২৪)। তিনি হাজরাপুর গ্রামের মো. সোলাইমানের ছেলে এবং ঢাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি অধ্যয়নরত। অপর যুবক আকিদুল ইসলাম (২৮) একই এলাকার বাসিন্দা। এক বছর আগে আকিদুল মালোশিয়া থেকে দেশে ফিরেছেন।
আহত মাসুম রেজা জানান, গত কয়েকদিন আগে আকিদুলের সাথে শ্রীপুর উপজেলার বড়রিয়া বিলে ঘুরতে গিয়ে খামারপাড়া খালের উপর বাঁশের তৈরি একটি সাকোতে দুই বন্ধু সেলফি তোলেন। সম্প্রতি আকিদুল তার ফেসবুক আইডিতে সেই ছবি পোষ্ট করে লিখেছিলেন, ‘আমরা পদ্মা সেতুতে উঠেছি। ’ সেই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় রোববার সন্ধ্যায় হাজরাপুর ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন আলমখালী বাজার এলাকায় তার নিজ কার্যালয়ে ওই দুই যুবককে ডেকে আনেন। এরপর তাদের এই ছবির ব্যাখ্যা জানতে চাইলে তারা নিজেদের ভুল স্বীকার করে। এরই মধ্যে চেয়ারম্যানসহ সেখানে উপস্থিত তার সমর্থকরা তাদের বেধড়ক মারধর শুরু করেন বলে জানান মাসুম।
এ বিষয়ে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার সাহা বলেন, আহত অবস্থায় দুই যুবক হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের হাতে, পায়ে ও মাথায় আঘাত রয়েছে। হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন মুঠোফোনে জানান, ওই দুই যুবক বাঁশের সাকোতে দাড়িয়ে পদ্মা সেতুতে উঠেছে এবং পদ্মা সেতুতে বাঁশ দেওয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়েছে। এজন্য স্থানীয় কিছু যুবক তাদেরকে চড়-থাপ্পড় মেরেছে। এ ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, এ ধরণের কোনো ঘটনা আমাদের জানা নেউ। তবে যদি কেউ লিখিত অভিযোগ করেন তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএসডি/ফয়সাল