নিজস্ব প্রতিবেদক:
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে এ পর্যন্ত প্রায় ৩১ কোটি করোনার টিকা এসেছে এবং বর্তমানে প্রায় ৯ কোটি টিকা মজুদ রয়েছে।
আজ শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত মাস্ক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ‘টিকা নেওয়ার জন্য আগে থেকে নিবন্ধনের প্রয়োজন নেই। এনআইডি কার্ড এবং মোবাইল ফোন সঙ্গে থাকলে নিকটস্থ টিকাকেন্দ্র থেকে টিকা নেওয়া যাবে।’
কোভিড-১৯ সংক্রমণের ক্রমবর্ধমান হার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেন তিনি।
বিএসডি/ এলএল