নিজস্ব প্রতিবেদক:
উজিরপুরে তিন মণ ওজনের সাহেবি কচু উৎপাদন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক ইলেকট্রিক ব্যবসায়ী। এর উচ্চতা ১১ ফুট। ব্যাস আড়াই ফুট।
উজিরপুরে মৃত আবুল হোসেন সরদারের ছেলে মো. খলিলুর রহমান সরদার ২০১৮ সালে শখের বশে উজিরপুর বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনে একটি সাহেবি কচুর চারা রোপণ করেন।
কচুটির আকার এবং আকৃতি বৃহৎ হওয়ায় কোনোভাবেই এটিকে দাঁড় করে রাখা সম্ভব না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি কচুটিকে গোড়া থেকে কেটে ওজন করা হয়। এ সময় এর ওজন তিন মণ এবং ১১ ফুট লম্বা হওয়ায় এটি বহন করতে চারজন লোকের প্রয়োজন হয়।
মুহূর্তের মধ্যে সংবাদটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমায়।
চাষি খলিলুর রহমান বলেন, ‘শখের বশে কচুর চারাটি রোপণ করেছিলাম। এটি অনেক বড় হওয়ায় খুব আনন্দিত হয়েছি। আগামীতে বেশি করে সাহেবি কচু রোপণের চেষ্টা করব। ‘
স্থানীয় গার্মেন্ট ব্যবসায়ী শামীম হোসেন জানান, বাজারে এই কচু ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়। এর মূল্য অনুমানিক প্রায় পাঁচ হাজার টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌহিদ বলেন, ‘কর্মকর্তাদের পাঠিয়ে খোঁজখবর নেওয়া হবে। বৃহৎ আকারের এই কচুটির কথা শুনেছি। সুযোগ পেলে ঢাকা আন্তর্জাতিক কৃষিমেলায় নেওয়ার চেষ্টা করব।’
বিএসডি/ এলএল