নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুর চার স্কুলছাত্রকে সেন্ট মার্টিনে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের হোয়াইক্যং এলাকায় অপহরণের ঘটনায় তিন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়।
১৬ এপিবিএনের অধিনায়ক তারিক বিষয়টি নিশ্চিত করে জানান,অপহৃত চার স্কুলছাত্রকে উদ্ধারে নয়াপাড়া ক্যাম্পে অভিযান চালান এপিবিএনের সদস্যরা। এ সময় রোহিঙ্গা নুর সালাম, রনজন বিবি ও সাদ্দাম হোসেনকে আটক করা হয়। অপহরণকারী রোহিঙ্গা ইব্রাহিম ও জাহাঙ্গীরের নিকটতম আত্মীয় তারা। তবে এখনো জানান,অপহৃত চার স্কুলছাত্র উদ্ধার করা যায়নি।
এর আগে গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রোহিঙ্গা জাহাঙ্গীর ও ইব্রাহীম চার স্কুলছাত্রকে সেন্টমার্টিন বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের হোয়াইক্যং এলাকায় নিয়ে যান। সেখানে বেড়াতে যাওয়ার পর থেকে ওই চারজনের খোঁজ মিলছে না। তারা নিখোঁজের পরদিন বুধবার স্বজনদের কাছে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে। অন্যথায় তাদের মরদেহ ফেরত দেওয়া হবে বলেও হুমকি দিচ্ছেন তারা।
অপহৃতরা হলেন- রামুর পেচারদ্বীপের মংলাপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ কায়সার (১৪), একই এলাকার মোহাম্মদ আলমের ছেলে মিজানুর রহমান নয়ন (১৪), আব্দুস সালামের ছেলে জাহেদুল ইসলাম (১৫) ও ফরিদুল আলমের ছেলে মিজানুর রহমান (১৪)। তাদের মধ্যে জাহেদুল ইসলাম সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও বাকিরা অষ্টম শ্রেণির ছাত্র।
বিএসডি /আইপি