আন্তর্জাতিক ডেস্ক
ভারত ও মিয়ানমার সীমান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। বুধবার (৫ মার্চ) সকালে এই ভূমিকম্প আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি বলছে, বুধবার মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় আঘাত হানে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা এই ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হয়েছে।
সংস্থাটি বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬ এবং ভারতের ইয়ারিপোক থেকে ৪৪ কিলোমিটার দূরে এটি আঘাত হানে।
এই ভূমিকম্প বাংলাদেশের সিলেটেও অনুভূত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।