বর্তমান সময় ডেস্ক:
অকালে চুল পড়া রোধে কালোজিরা ব্যবহার করতে পারেন নিয়মিত। চুল পড়া রোধ করার পাশাপাশি চুলের গ্রোথ বাড়াতেও কার্যকর কালোজিরা।
চলনি জেনে নিই ব্যবহার পদ্ধতি :
* যে অংশে চুল কমে যাচ্ছে সেই অংশে ঘষে ঘষে লাগান কালোজিরার তেল। ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করে অপেক্ষা করুন আরও আধা ঘণ্টা। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
* পানিতে খানিকটা কালোজিরা ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ছেঁকে আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। ঘণ্টা খানেক পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
* সমপরিমাণ অলিভ অয়েল ও কালোজিরার তেল একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। সারারাত রেখে পরদিন সকালে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
* মেহেদির পেস্টে কালোজিরার গুঁড়া মিশিয়ে চুলে লাগান। মিশ্রণটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* নারকেল তেলের সঙ্গে কালোজিরার গুঁড়া মিশিয়ে সামান্য গরম করে নিন। মধু মিশিয়ে তারপর চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ঘণ্টাখানেক পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
বিএসডি/ এফএস