স্টাফ রিপোর্টার
করোনা অতিমারির মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি আরও মজবুত হয়েছে বলে জানিয়েছেন তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশের অর্থনীতি উন্নত বিশ্বের মতো পরিণত হচ্ছে।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা ইনচার্জদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা চলছে
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবির পাটোয়ারী, ক্লেইম কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম খান, পরিচালক ইকবাল হোসেন, বিল্লাল হোসেন, মূখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দাস্তগীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে ইনস্যুরেন্স কোম্পানির প্রতিটি কর্মীর প্রতি আহ্বান জানান ড. আনোয়ার খান এমপি। কাজের পরিবেশ আরও পরিচ্ছন্ন রাখার দিকনির্দেশনাও দেন তিনি।
ড. আনোয়ার খান বলেন, গত ১৭ মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার বিরুদ্ধে লড়াই করতে করতে দেশের প্রতিটি হাসপাতালের কর্ণধার পরিশ্রান্ত। বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল সবার আগে করোনা আক্রান্ত মানুষকে চিকিৎসা সেবা দেয়া শুরু করে। এখনো চিকিৎসা সেবা অব্যাহত আছে।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ড. আনোয়ার হোসেন খান এমপি।
তিনি আরও বলেন, করোনা রোগীদের সুস্থ করে তুলতে গিয়ে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার নার্সসহ স্বাস্থকর্মীরাও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এসময় তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
যতোদিন জীবন আছে ততদিন মানুষের সেবায় দায়িত্ব পালন করে যাওয়ারও ঘোষণা দেন ড. আনোয়ার খান এমপি।
বিএসডি/এমএম