বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। সেমিফাইনাল খেলার দৌড়ে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। অন্যদিকে, চার ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
এমন পরিস্থিতিতে আজ রবিবার দুপুর আড়াইটায় ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছেন রোহিত-কোহলিরা।
এই বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারত। স্বাগতিকরা সুবিধা এবং দারুণ ব্যালেন্স এক দল নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে শীর্ষে রোহিত শর্মার দল। ইংল্যান্ডকে হারালে সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের। দলের টপ অর্ডার ব্যাটাররা দারুণ ফর্মে। ইনজুরির কারণে এই ম্যাচেও অনিশ্চিত হার্দিক পান্ডিয়া। তবে বুমরাহ, সিরাজ, শামি, রবিন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদবদের নিয়ে ভারতের বোলিংও দারুণ কার্যকরী।
এদিকে, গতবারের চ্যাম্পিয়ন এবারের বিশ্বকাপে মোটেই ছন্দে নেই। শুধু তাই নয়, আজকের এই ম্যাচের বিপক্ষে থেকে অনেকটাই পিছিয়ে নামছে। ইতিমধ্যেই বিশ্বকাপ অভিযান কার্যত শেষ করে ফেলেছেন ইংলিশরা। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি বাংলাদেশের বিপক্ষে জিতেছে ইংল্যান্ড। এখন বাকি চার ম্যাচ জিতলেও সেমিতে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড।
বিএসডি/ এফ এ