ক্যাম্পাস ডেস্ক,
করোনা মহামারির মাঝে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই আইডি কার্ডের সফট কপি সংগ্রহ করতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক শ্রেণির নিয়মিত শিক্ষার্থীরা। এ জন্য ওয়েবসাইটে স্টুডেন্ট লগইন প্যানেলে প্রবেশ করে আইডি কার্ড ডাউনলোড (সফট কপি) অপশনে ক্লিক করতে হবে।
সোমবার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক শ্রেণির নিয়মিত সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) স্টুডেন্ট লগইন প্যানেলে প্রবেশ করে আইডি কার্ডের সফট কপি সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী বলেন, আমাদের বেশকিছু শিক্ষার্থীর এনআইডি নেই। তবে এনআইডির আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড লাগবে। কিন্তু ১৫ ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীরই আইডি কার্ড নেই বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এছাড়াও অনেক শিক্ষার্থী আইডি কার্ড হারিয়ে নতুন আইডি কার্ডের জন্য আবেদন করেছে। তাই এখন শিক্ষার্থীরা এনআইডির আবেদন করতে গেলে ওয়েবসাইট থেকে আইডি কার্ডের সফট কপি সংগ্রহ করে সেটি প্রিন্ট দিয়ে অন্যান্য কাগজপত্রের সাথে জমা দিতে পারবে।
অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আইডি কার্ড ও অন্যান্য কাগজপত্র দিয়ে এনআইডির জন্য আবেদন করলে অগ্রাধিকার ভিত্তিতে এনআইডি কার্ড পাবে। এ বিষয়ে ইতোমধ্যেই নির্বাচন কমিশনের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলেছে। নির্বাচন কমিশনের প্রতিটি অফিসেই এই নির্দেশনা দেওয়া আছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১৩ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর এনআইডি নেই তাদের services.nidw.gov – এই ওয়েবলিংকে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে ফরম পূরণ করতে বলা হয়। এরপর পূরণকৃত ফরমটি পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করে বিশ্ববিদ্যালয়ের আইডি ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ এনআইডির আবেদনপত্র উপজেলা / থানা নির্বাচন অফিসে জমা দিয়ে এনআইডি সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়।
বিএসডি/আইপি