আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক:
অনুসন্ধানী সাংবাদিকতা করার যে পরিবেশ দরকার, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। এতে সবসময়ই চ্যালেঞ্জ ছিল ও থাকবে। সাংবাদিকতায় আপসের কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে টিআইবি আয়োজিত ‘বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা : গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। টিআইবির ধানমন্ডি কার্যালয়ে বেলা ১১টায় আলোচনা শুরু হয়। পরে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২১ ঘোষণা করা হয়।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জাফর সাদিক। এ সময় প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, বৈশাখী টেলিভিশনের প্ল্যানিং কনসালট্যান্ট জুলফিকার আলি মাণিক, এমআরডিআই এর অনুসন্ধানী সাংবাদিকতা হেল্প ডেস্কের প্রধান মোহাম্মদ বদরুদ্দোজা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
আলোচনায় বক্তারা বলেন, দেশে গণমাধ্যম সংখ্যায় অনেক, তবে সবাই সমান পেশাদারিত্ব দেখায় না। গণমাধ্যম নিয়ন্ত্রণের অনেক ধরন রয়েছে। এর একটি হলো গণমাধ্যমের সংখ্যা বাড়িয়ে, তার মান কমানোর মাধ্যমে নিয়ন্ত্রণ করা। দেশে বর্তমানে তাই চলছে। সবার উচিত, মানসম্মত গণমাধ্যমকে উৎসাহিত করা।
অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতায় সবসময়ই চ্যালেঞ্জ ছিল ও থাকবে। তাই বলে সমস্যার কারণে কাজ থামিয়ে দেওয়া যাবে না। বিকল্পভাবে কাজ করার চেষ্টা করতে হবে। বর্তমানে দেশে অনুসন্ধানী সাংবাদিকতার গুণগত দিক আরও উন্নত করার সুযোগ রয়েছে।
গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের দায়িত্ব সম্পর্কে বক্তারা বলেন, প্রতিষ্ঠানের যেমন দায়িত্ব আছে তেমনি সাংবাদিকদেরও দায়িত্ব আছে। সাংবাদিকতা পেশায় আপসের কোনো সুযোগ নেই। সেলফ সেন্সরশিপ কেন করতে হবে? সাংবাদিকতা করতে হলে পেশায় টিকে থাকতেই হবে। হাল ছেড়ে দেওয়া যাবে না।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা করার যে পরিবেশ দরকার, সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। তারা সেটা করতে অঙ্গীকারবদ্ধ এবং আমাদের সংবিধানও সেটা নিশ্চিত করেছে। গণমাধ্যমসহ সকল সামাজিক সংগঠন এবং ব্যক্তির দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরিবেশ সরকারকেই নিশ্চিত করতে হবে। তবে সাম্প্রতিককালে বিভিন্ন ধরনের চাপ, বিশেষ করে বাকস্বাধীনতাসহ অন্যান্য মৌলিক অধিকার চর্চা থেকে বিরত রাখার জন্য এক ধরনের প্রতিকূল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, সংবিধান এটি সমর্থন করে না।
আলোচনা শেষে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২১ ঘোষণা করা হয়। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট দুজন ক্যামেরাপারসনসহ ১০ জন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, সিলেট ভয়েস ডটকমের প্রতিবেদক শরীফ উদ্দিন, খুলনার দৈনিক পূর্বাঞ্চলের নিজস্ব প্রতিবেদক এইচ এম আলাউদ্দিন, প্রথম আলোর সাবেক নিজস্ব প্রতিবেদক আহমেদ জায়িফ, চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মুকিমুল আহসান, মাছরাঙা টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান ‘উন্মোচন’।
একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ নাদির রেজা এবং রাইজিং বিডি ডটকমের প্রতিবেদক রফিকুল ইসলাম পুরস্কার পেয়েছেন জলবায়ু অর্থায়নে সুশাসন বিভাগে। চ্যানেল টোয়েন্টিফোর ও একাত্তর টেলিভিশনের দুজন ক্যামেরাপারসনও পুরস্কার পেয়েছেন।
বিএসডি /আইপি