কোনো কাজ নেই হাতে। তাই সময়মতো কর জমা দিতে পারেননি আয়কর। ব্যক্তিগত এই অভাবের কথা ইনস্টাগ্রামে জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নানা সময়ে বিতর্কিত মন্তব্যের কারণে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তাই ইনস্টাগ্রাম ব্যবহার করে নিজের মতামত জানাচ্ছেন।
ইনস্টাগ্রামে কঙ্গনা দাবি করেন, দেশের সবচেয়ে বেশি আয়কর দেওয়া মানুষদের মধ্যে তিনি একজন। এমন কী বলিউড অভিনেত্রীদের মধ্যে তিনিই সর্বোচ্চ আয়কর দিয়ে থাকেন। নিজের আয়ের ৪৫ শতাংশই কর হিসেবে দেশকে দেন।
এবার আয়করের অর্ধেকটা দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু কাজ না থাকায় করের বাকি টাকা তিনি সময়মতো দিতে পারছেন না। জীবনে প্রথমবার এমন অভিজ্ঞতা হলো। সময়মতো কর না দিতে পারায় তার বাড়তি অর্থও দিতে হবে।
উল্লেখ্য, কঙ্গনার আগামী ছবির তালিকায় রয়েছে জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’, অ্যাকশন প্যাকড ‘ধাকড়’ এবং তেজস। এর মধ্যেই আবার কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন কঙ্গনা। প্রথমে কোভিড-১৯ ভাইরাসকে সাধারণ জ্বরের সঙ্গে তুলনা করে সমালোচিত হয়েছিলেন তিনি।