বিনোদন ডেস্ক:
আত্মা, সত্তা ও চিত্তের বিকাশ- এই স্লোগান নিয়ে পথচলা শুরু আর্ট হাউজের। আর্ট হাউজের অন্যতম একটি শাখা ক্লাসোড্রামা। ৬ মাস ব্যাপী অভিনয় কর্মশালার মাধ্যমে দক্ষ অভিনয়শিল্পী তৈরির প্রয়াস ক্লাসোড্রামার। অভিনয় কর্মশালার দ্বিতীয় আবর্তনে ভর্তি চলছে।
এই অভিনয় কর্মশালায় মেন্টর হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিশু একাডেমি এবং রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস পরিচালিত হয় প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার বিকেলে। অভিনয় কর্মশালা শেষে মঞ্চ প্রযোজনা এবং দর্শকের সামনে মঞ্চায়ন শেষে সনদপত্র প্রদান করা হয়।
ফরম সংগ্রহ করার শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২১। ফরম সংগ্রহ করা যাবে অনলাইন এবং অফলাইনে। অনলাইনে গুগল ফরম সংগ্রহ করা যাবে কিংবা সরাসরি আর্ট হাউজের অফিস থেকে।
অনলাইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে
পেইজ লিংক এখানে ক্লিক করুন
প্রথম আবর্তনের প্রশিক্ষণার্থীরা হেনরিক ইবসেন’র এন এনিমি অব দ্য পিপল নাটকটি শিল্পকলায় মঞ্চস্থ করেছিল।
বিএসডি/জেজে