জ্যেষ্ঠ প্রতিবেদক
অভিবাসী নারী শ্রমিকদের অগ্রাধিকারসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনটি এ দাবি জানায়।
তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে— দেশে-বিদেশে নারী শ্রমিকের নির্ধারিত শ্রমঘণ্টার মজুরি আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশান অনুসারে প্রদান করা; বাংলাদেশের অভিবাসন খরচ পৃথিবীর সকল দেশের তুলনায় বেশি, ফলে অবিলম্বে সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে ‘জিরো মাইগ্রেশন কস্ট’ করা; অভিবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে সার্বিক ব্যবস্থা করা এবং অভিবাসী কর্মীর মানবাধিকার নিশ্চিত করা; অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা ও অবিলম্বে মাতৃত্বকালীন বেতনসহ ছয় মাস ছুটির ব্যবস্থা করা।
মানববন্ধনে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, শিক্ষা ও ক্ষমতায়নের অভাব, অদক্ষতা, অসচেতনতা অভিবাসী নারী শ্রমিকদের অনেক পিছিয়ে রেখেছে। নারীরা বেশিরভাগ সময় পরিবারের বাইরে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, বিদেশে কর্মসংস্থান সংক্রান্ত তথ্যের জন্য দালালের উপর নির্ভরশীল থাকেন নারী অভিবাসীরা। আমাদের দেশের বেশিরভাগ সম্ভাব্য নারী অভিবাসীর বিদেশে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে সচেতনতার ঘাটতি রয়েছে।
মানববন্ধনে বিভিন্ন দেশ থেকে দেশে ফেরা নারীকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসএ