আন্তর্জাতিক ডেস্ক:
ইরান তুরস্কে ইসরাইল-বিরোধী হামলার পরিকল্পনা করছে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর এমন ‘হাস্যকর’ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামিক প্রজাতন্ত্রটি। শুক্রবার আঙ্কারা সফরের আগে ইরান এই অভিযোগ প্রত্যাখান করে একটি বিবৃতি দিয়েছে। এএফপি এ খবর জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরাইলের এমন ভিত্তিহীন অভিযোগ… হাস্যকর। দুটি মুসলিম দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য এটি পূর্ব-পরিকল্পিত চক্রান্তের অংশ।’
তিনি বলেন, ‘এমন বিভেদমূলক অভিযোগের পর তুরস্ক চুপ করে থাকবে না বলে আশা করছি।’
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এয়ার ল্যাপিড বৃহস্পতিবার ইস্তাম্বুলে তার পর্যটকদের বিরুদ্ধে কথিত ইরানি হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন।
ল্যাপিড বলেন, ‘আমরা শুধু নিরপরাধ ইসরাইলি পর্যটকদের হত্যার কথা বলছি না। ইরানি সন্ত্রাসের দ্বারা তুরস্কের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘনের কথাও বলছি।’
গত সপ্তাহে তুরস্কে একটি ইরানি গোয়েন্দা সেলের জন্য কাজ করার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়। তারা রাজধানী ইস্তাম্বুলে ইসরাইলি পর্যটকদের হত্যার পরিকল্পনা করছিল বলে অভিযোগ করা হয়।
বিএসডি/ফয়সাল