স্পোর্টস ডেস্ক
ব্যালন ডি’অর জয়ী রদ্রি ছিটকে যাওয়াতে তার স্থানপূরণে নিকো গঞ্জালেসকে চুক্তিবদ্ধ করেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু অভিষেক ম্যাচ খেলতে নেমে চোট পেয়েছেন সিটির নিউ সাইনিং। এফএ কাপের চতুর্থ রাউন্ডে তৃতীয় স্তরের ক্লাব লেটন অরিয়েন্টের বিপক্ষে ২২ মিনিটেই মাঠ ছেড়ে গেছেন।
পোর্তো থেকে ৬০ মিলিয়ন ইউরোতে সিটিতে যোগ দেওয়া এই মিডফিল্ডার বুকের পাঁজরে আঘাত পেয়েছেন। কড়া চ্যালেঞ্জের সময় বাজেভাবে পড়ে যান তিনি।
তাৎক্ষণিকভাবে মাঠে সেবা নিলেও বুকের বামপাশে হাত দিয়ে মাঠ ছেড়ে গেছেন। তাতে বোঝা যাচ্ছে চোটটা গুরুতর। ম্যাচের পর সিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘এখনও জানি না চোট কতটা গুরুতর। তবে সে চালিয়ে যেতে পারতো না।’
নতুন সাইনিং হিসেবে তার এই চোট সিটির জন্য দুশ্চিন্তার। মঙ্গলবার সিটি রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ খেলতে নামবে।