স্পোর্টস ডেস্ক:
অভিষেকটা নিশ্চয়ই ভুলেই যেতে চাইবেন মাহমুদুল হাসান জয়। অভিষেক হয়ে গেলেও বৃষ্টির বাগড়ায় অভিষেক ইনিংসটা খেলতে তাকে অপেক্ষা করতে হলো চতুর্থ দিনের বিকেল পর্যন্ত। অবশেষে যখন এল সুযোগ, তখন কিনা রানের খাতাই খুলতে পারলেন না! সাজিদ খানের বলে ফিরলেন শূন্য হাতে।
পাকিস্তান ৩০০ রান তুলে ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশ নামে ব্যাটিংয়ে। টেস্ট ড্রয়ের অভিপ্রায়ের ছাপ রেখে দুই ওপেনারই ছিলেন যথেষ্ট সতর্ক। প্রথম রানটা এলো ১৬তম বলে। সিঙ্গেলটা গেল সাদমান ইসলামের খাতায়। ওপাশে মাহমুদুল হাসান তখনো রানের খাতাই খোলেননি।
শেষতক খুলতেও পারলেন না। টিকলেন মাত্র ৭ বল। সাদমানের ব্যাট থেকে ইনিংসের প্রথম রান আসার ঠিক পরের বলেই সর্বনাশ হলো মাহমুদুলের। স্পিনার সাজিদ খান অফ স্টাম্পের খানিকটা বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন বলটা। তাতেই খোঁচা দিয়ে বসলেন বাংলাদেশ ওপেনার। স্লিপে থাকা বাবর আজমের সেটা তালুবন্দি করতে কোনো সমস্যাই হয়নি। ফলাফলস্বরূপ শূন্য রানেই ফেরেন তিনি।
বিএসডি/এসএফ