বিনোদন ডেস্ক
চলচ্চিত্র দেখে আনন্দ পাওয়ার পাশাপাশি সামাজিক কিছু বার্তা পাওয়া যায়। ফলে চলচ্চিত্রে সমাজের ক্ষতি হয় এমন কিছু থাকলে সেন্সর বোর্ড সেটি নিষিদ্ধ করে। এমনটাই ঘটেছে তরুণ নির্মাতা সাজ্জাদ খানের ‘সাহস’ সিনেমার ক্ষেত্রে।
সিনেমাটি সেন্সরে প্রদর্শিত হলে ‘প্রদর্শনযোগ্য নয়’ বলে মত দিয়েছে সেন্সর বোর্ড সদস্যরা।আপত্তিকর দৃশ্য ও সংলাপের কারণে গত জুনে এই ঘোষণা দেয়া হয়। পরে আপত্তিকর দৃশ্য ও সংলাপ এবং সহিংস দৃশ্যগুলো সংশোধন করে পুনরায় আপিল করার নির্দেশনা দিয়ে চিঠি দেয়।কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিলম্বে আপিল করায় সেন্সর বোর্ড সম্প্রতি আবেদন প্রত্যাখ্যান করে। সেন্সর বোর্ডের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্দেশনা মেনে আবারও সেন্সরে জমা দেওয়ার সুযোগ এখনো রয়েছে।
সাজ্জাদ খান বলেন, ‘সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার পরে তারা কিছু দৃশ্য ও সংলাপ নিয়ে আপত্তি করে। সে জন্য আমরা বিভিন্ন অংশ ফেলে নতুন করে আবার জমা দিই।আপিল করতে আমাদের কিছুটা দেরি হয়ে যায়। আমরা প্রস্তুতি নিচ্ছি, এখন নতুন করে আবার জমা দেব।’
‘সাহস’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্ষা। সেন্সর বোর্ড সূত্রে জানা যায়- সিনেমায় অশ্রাব্য সংলাপ, গালাগালি এবং অতিরিক্ত ভায়োলেন্স দেখানো হয়েছে।
বিএসডি/এমএম