ক্রীড়া ডেস্ক,
অলিম্পিকে বাংলাদেশ হতাশা ছাড়া আর কিছুই পায় না। অলিম্পিকে পদক না পাওয়া সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটাই হলো বাংলাদেশ। অথচ, প্রতিবেশি দেশ ভারত নিয়মিতই অলিম্পিকে পদক জয় করে। এবার তো সোনার পদকও পেয়েছে। সেইসঙ্গে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ৪১ বছরর পদকের খরা কাটিয়েছে ভারতীয় হকি দল। সেই দলের খেলোয়াড়দের নামে পাঞ্জাবের বিভিন্ন স্কুলের নামকরণ করা হচ্ছে।
অলিম্পিকজয়ী ভারতের দলটিতে পাঞ্জাবের ১০ জন খেলোয়াড় ছিলেন। তাদের প্রত্যেকের নামে স্কুলের নামকরণ হবে। জালন্ধরের মিঠাপুরের সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের নাম হচ্ছে অধিনায়ক মনপ্রীত সিংয়ের নামে। সেই স্কুল এবার থেকে পরিচিত হবে অলিম্পিয়ান মনপ্রীত সিংহ সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুল হিসেবে। তেমনই অমৃতসরের টিমোয়ালের সরকারি স্কুলের নামকরণ হচ্ছে সহ-অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের নামে, যিনি অলিম্পিকে ভারতের হয়ে সব থেকে বেশি গোল করেছেন।
একই ভাবে মিঠাপুরের প্রাইমারি স্কুলের নাম হবে মনদীপ সিংয়ের নামে, আটারির সরকারি স্কুলের নাম হচ্ছে শামসের সিংয়ের নামে, ফরিদকোটের সরকারি মিডল স্কুলের (বেসিক গার্লস) নাম হবে রূপিন্দর পাল সিংয়ের নামে, খুসরোপুরের সরকারি মিডল স্কুলের নাম হবে হার্দিক সিংয়ের নামে, খলাইহারার প্রাইমারি স্কুলের নাম হবে গুরজন্ত সিংয়ের নামে এবং চহল কলানের সরকারি হাইস্কুলের নাম হবে সিমরণজিৎ সিংয়ের নামে।
বিএসডি/এএ