জ্যেষ্ঠ প্রতিবেদক:
দেশের সর্বোচ্চ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভা ছিল আজ (শনিবার)। রাজধানীর গুলশানের শ্যুটিং কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। আজকের সভায় বিগত বছরের আর্থিক বিষয়াদি পাশ হয়।
অলিম্পিকের এজিএমে আজ উত্থাপিত সবগুলো বিষয়ই পাশ হয়েছে। আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে.জেনারেল (অব.) মইনুল ইসলাম আজ বার্ষিক সাধারণ সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন।
চার পাতার লিখিত বক্তব্যে তিনি দেশের ক্রীড়াঙ্গনের নানা বিষয় তথ্য উপাত্তের ভিত্তিতে বিশ্লেষণ করেছেন। ঘরোয়া ক্রীড়াঙ্গনের সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সম্ভাবনা-সংকটও তুলে ধরেছেন নানাভাবে।
তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশও করেছেন। এর মধ্যে অন্যতম বাংলাদেশ ও যুব গেমসে প্রটোকল, জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের অর্থ ব্যয় কমিয়ে খেলার পেছনে বেশি ব্যয় করা কাম্য বলে তিনি মনে করেন। বিওএ’র যুব গেমস আয়োজনের প্রশংসা করেছেন তিনি। এই গেমস আয়োজনের পাশাপাশি অলিম্পিকের পক্ষ থেকে প্রতিভা অন্বেষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আগামী তিন অলিম্পিকের জন্য এখন থেকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। কোচ, মনোবিদ, চিকিৎসকসহ প্রয়োজনীয় সকল ব্যক্তিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় মাসিক সম্মানী দিতে হবে।
মইনুল ইসলামের গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলো সবাই সম্মত হন। নতুন কমিটি এই বিষয়গুলো পর্যালোচনা করে দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।
বিওএ’র বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ। কয়েক দিনের মধ্যেই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। মহাসচিব সৈয়দ শাহেদ রেজার নেতৃত্বাধীন কমিটি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবেন ১৮ ডিসেম্বর।
বিএসডি/এসএফ