ক্রীড়া ডেস্ক,
অলিম্পিকে দেখা যেতে পারে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট যুক্ত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে আইসিসি।
অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তি নিয়ে কথা চলছে অনেকদিন। অবশেষে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কোনো পদক্ষেপ নিলো আইসিসি। গঠন করা হয়েছে একটি ‘ওয়ার্কিং গ্রুপ’। ২০২৮ লস অ্যাঞ্জেলস ও ২০৩২ ব্রিজবেন অলিম্পিকে ক্রিকেট যুক্ত করতে কাজ করবেন তারা।
আইসিসি অলিম্পিক ওয়ার্কিং গ্রুপের প্রধান হিসেবে থাকবেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইয়ান হোয়াটমোর। এছাড়া আছেন আইসিসির স্বাধীন পরিচালক ইন্দ্রা নুয়ি, জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাবেঙ্গা মুকুলানি, আইসিসির সহযোগী দেশগুলোর পরিচালক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহ-সভাপতি মাহিন্দা ভালিপুরাম ও যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রধান পারাগ মারাঠে।
বিএসডি/আইপি