নিজস্ব প্রতিবেদক,
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মতনেজা গ্রামের কৃষক দুলাল হোসেন ও তার স্ত্রী আসমার প্রচেষ্টায় নান্দনিক হয়ে উঠেছে সোহেলী জাতের তরমুজ ক্ষেত। অসময়ে ১ বিঘা জমিতে তরমুজ চাষে হয়েছে বাড়তি আয়। সংসারে এসেছে সুখ, সেই সাথে নজর কাড়ছে পথচারীদের। প্রথমে অনেকে মুখরোচক গল্প করলেও দম্পতির কৃষি নির্ভরতায় এখন সবাই মুগ্ধ।
কৃষি অফিসের সহযোগিতা এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসলেহ উদ্দিন তুহিনের নিবিড় তত্ত্বাবধানে মাত্র ৫৬ দিনেই তরমুজে সয়লাব প্রদর্শনী প্লটটি। সুস্বাদু এই তরমুজ ক্ষেত দেখতে এলাকার চাষি ও পথচারীরা ভিড় করছেন।
কৃষক দম্পতি জানান, সবমিলিয়ে এ পর্যন্ত খরচ হয়েছে ১৬-১৭ হাজার টাকা। ৪ থেকে ৫শ’ তরমুজ ধরেছে, গড় ওজন ২ কেজি। প্রতি কেজির দাম কমপক্ষে ৫০ টাকা হলেও তাদের ৪০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে। তাদের আশা এ প্রদর্শনী দেখে অন্যরাও উৎসাহিত হয়ে স্বল্প সময়ে ভাল মুনাফা অর্জন করবে।
উপ-সহকারী কৃষি অফিসার মো. কুরবান আলী বলেন, সোহেলী জাতের তরমুজ বেশ সুস্বাদু এবং লাভজনক ফসল। অপেক্ষাকৃত একটু উঁচু বেলে দোয়াস মাটিতে অসময়ের এ তরমুজ ভালো হয়। একবার ফল সংগ্রহ করে একই টালে একাধিকবার আবাদ করা সম্ভব।
বিএসডি/আইপি