দিনাজপুর প্রতিনিধি:
হাকিমপুরের মোমেনা বেগম, রহিমা বেগমসহ অসহায় শীতার্তরা বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে আবেগাপ্লুত। কম্বল পেয়ে অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মুখে হাসি ফুটল।
এসময় মোমেনা বেগম নামে এক বৃদ্ধা নারী বলেন, এই কনকনে শীতে কম্বল পেয়ে আমার অনেক উপকার হইছে। কনকনে শীতের এ সময় আমি খুব আশা করেছিলাম আমাকে একটা কম্বল যেনো কেউ দেয়। আজ সে আশা পুরন হলো বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে। আমি খুশি। একই কথা বললেন রহিমা বেগম, রাজুসহ অনেকে।
দিনাজপুরের হাকিমপুরে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণকালে উপকারভোগীরা এসব কথা বলেন। সোমবার হাকিমপুরের বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে কালের কণ্ঠ শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে ১০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, বিশেষ অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, কালের কণ্ঠের প্রতিনিধি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, শুভ সংঘের উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মো: নাসিম বাবু, সহ-সভাপতি ফারহান, সহ-সভাপতি এস্তাদুল, যুগ্ম সম্পাদক মাসুম, যুগ্ম-সম্পাদক সিযাম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক নিলয়, কার্যকারী সদস্য তরিকুল, সহ-সভাপতি সাদিয়া, সমাজ কল্যাণ সম্পাদক আনিকা, সাহিত্য সম্পাদক রকেয়া, সাংস্কৃতি সম্পাদক মিতু, নারী শিক্ষা বিষয়ক সম্পাদক ফুল, কার্যকারী সদস্য রুবাইয়াসহ সকলে উপস্থিত ছিলেন।
বিএসডি/জেজে