বিনোদন প্রতিবেদক
অসুস্থ সাবিলাকে কটাক্ষ, পাল্টা জবাব অভিনেত্রীর
সাবিলা নূর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। জ্বরে আক্রান্ত হলেও বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেত্রী। তবে মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হয়। তবে এখন সাবিলা নূরের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো।
বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে সাবিলা নূরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার মা মুশরাত। তিনি বলেন, ‘সাবিলা বাসায় ছিল। প্রথমে জ্বর ছিল। তাই বাসায়ই বিশ্রাম নিচ্ছিল, সঙ্গে চিকিৎসাও নিচ্ছিল।
কিন্তু গত পরশু (মঙ্গলবার) তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত হাসপাতলে ভর্তি করাই।’
এদিকে বিষয়টি সামাজিক মাধ্যমে সাবিলা নূর নিজেই প্রকাশ করেন।
নিজের হাতে লাগানো ক্যানোলা, এমন একটি ছবি পোস্ট করলে সেখানে নেটিজেনরা আক্রমণ করে বসেন।
রিজওয়ান নামের একজন লিখেছেন, ‘চিন্তা করো না। এটা শুধুই ব্যাংককের প্রভাব।’ জবাবে সাবিলা লিখেছেন, ‘দুঃখিত? আমি ব্যাংকক থেকে দেশে ফিরেছি গত ২৪ আগস্ট। তাহলে এটা কিভাবে ব্যাংককের প্রভাব হলো? যখন ডেঙ্গুর মতো একটি রোগ চারদিকে ছড়িয়ে আছে, তখন আপনি কিভাবে বলতে পারেন যে একটি শুটিং ট্রিপ আমার অসুস্থতার কারণ?’
সাবিলা আরো বলেছেন, ‘আমি বুঝতে পারছি, আপনার এই শব্দগুলোর পেছনে খুব খারাপ কিছুই লুকিয়ে আছে।
কিন্তু জেনে রাখুন, যদি আপনি কাউকে ভালো কিছু না বলতে পারেন, তবে সবাইকে কিছু না বলাই ভালো আপনার জন্য।’