বিনোদন ডেস্ক:
বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিনেমার টিজার প্রকাশ পেলো অ্যানিমেশন আকারে। গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) রাশিদ পলাশ পরিচালিত ‘পদ্মাপুরান’ সিনেমার এই টিজারটি উন্মুক্ত করা হয়। পরিচালক জানান, বাংলাদেশে সিনেমার অ্যানিমেশন টিজার এটাই প্রথম।
২ মিনিট ৪৮ সেকেন্ডের এই টিজার প্রকাশ হয় লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে। আসছে ৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বর্তমানে এর নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত প্রচারণার কাজে।
নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আমরা চেষ্টা করছি দর্শককে নতুন কিছু দিতে। হলে গিয়ে দর্শক সিনেমা দেখবে, দেশের সিনেমা দেখবে এটাই আমাদের আশা। পদ্মাপুরান আমাদের মাটি জলের গল্প।’
এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।
বর্তমানে রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে সিনেমা ‘প্রীতিলতা’। যার প্রধান চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সিনেমাটির ৩৫ ভাগ দৃশ্যধারণ এরইমধ্যে শেষ। আগামী মাসের শেষের দিকে বাকি অংশের শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা।