আন্তর্জাতিক ডেস্ক
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সচিবালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তাদের ২৭তম সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল।
দুই দিনব্যাপী ভার্চুয়াল সভায় সোমবার (১৯ মে) বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ প্রতিনিধিদল ১৯ মে ‘আঞ্চলিক স্থাপত্য শক্তিশালীকরণ: ভারত মহাসাগরীয় পরিচয় পুনর্বহাল’-এই প্রতিপাদ্যে ভার্চুয়ালি শুরু হওয়া আইওআরএ-এর কমিটির জ্যৈষ্ঠ কর্মকর্তাদের ২৭তম সভায় অংশগ্রহণ করেছে। সভায় গত সিএসও বৈঠকের পর থেকে আইওআরএ যে অগ্রগতি করেছে তা পর্যালোচনা করে এবং এই অঞ্চলে ভবিষ্যতের উদ্যোগ নিয়ে আলোচনা করেছে। সিএসও কর্তৃক গৃহীত সিদ্ধান্তগুলো বিবেচনা এবং গ্রহণের জন্য আইওআরএ মন্ত্রী পরিষদে (সিওএম) প্রতিবেদন দেওয়া হয়েছে।
আইওআরএ সচিবালয়ের সহায়তায় বাংলাদেশ সদস্য রাষ্ট্র এবং আইওআরএ-এর অংশীদারদের নিয়ে ‘আইওআরএ জলবায়ু পরিবর্তন কৌশলগত এজেন্ডার খসড়া’ তৈরির জন্য একটি পরামর্শমূলক প্রক্রিয়া জানিয়েছে। বিস্তারিত আলোচনার পর সভায় খসড়াটি চূড়ান্ত করা হয়। আর চূড়ান্ত খসড়াটি পরবর্তীতে অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদের (সিওএম) কাছে সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ২০২১-২০২৩ সময়কালের জন্য আইওআরএ-এর সভাপতি ছিল। আইওআরএ-এর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে বাংলাদেশ।