অর্থনীতি ডেস্ক,
সম্প্রতি আইশার মোটরস লিমিটেড ইন্ডিয়া থেকে তিনটি পুরস্কার অর্জন করেছে রানার মোটরস লিমিটেড। ২০২০-২১ সালে (টানা ১৭তম বছর) আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ বাণিজ্যিক যানবাহন বিক্রি, সর্বোচ্চ ট্রাক বিক্রি এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে ২০২০-২১ অর্থবছরের জন্য সেরা সার্ভিস ডিলার (টানা ৪র্থ বছর) পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৩ আগস্ট) রানার মোটরস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্বের সব আইশার ডিলারের উপস্থিতিতে ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেল আয়োজিত বার্ষিক ডিলার সম্মেলন ২০২০-২১-এ এই পুরস্কার দেওয়া হয়।
রানার মোটরস লিমিটেড আন্তর্জাতিক বাজারে ভলভো আইশার বাণিজ্যিক যানবাহনের প্রধান অনুমোদিত পরিবেশক।
রানার মোটরস লিমিটেডের পক্ষ থেকে বলা হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি কেবল সম্ভব হয়েছে সবার একান্ত প্রচেষ্টা এবং গ্রাহকদের বিশ্বাস ও ভালোবাসায়। আমরা আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞ।
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, বিপণন পরিচালক আমিদ সাকিফ খানসহ রানার মোটরস লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা ভার্চুয়াল এই বার্ষিক ডিলার সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিএসডি/আইপি