খেলাধূলা প্রতিনিধি:
সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। কিন্তু দুই ম্যাচের টেস্ট সিরিজে ৫৩ ও ৮০ রানের লজ্জায় পড়ে বাজে নজির গড়ে টাইগাররা।
মুমিনুল হকের নেতৃত্বাধীন দলকে এমন লজ্জা উপহার দেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা রেখে পুরস্কৃত হলেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজ।
বাংলাদেশকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করার পথে বল হাতে ১৬ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১০৮ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতা বাঁহাতি এই স্পিনার আইসিসির এপ্রিল মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন।
এপ্রিল মাসের সেরার লড়াইয়ে মহারাজের প্রতিপক্ষ ছিলেন তারই সতীর্থ অফস্পিনার সাইমন হার্মার ও ওমানের ওপেনার জাতিন্দার সিং। দুইজনকে টপকে সেরার স্বীকৃতিটি নিজের করে নিলেন মহারাজ।
আর নারীদের ক্রিকেটে গত মাসে কেবল একটি ম্যাচ খেলেই এপ্রিল মাসের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।
গত বছর থেকে আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করে। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার।
বিএসডি/ এমআর