নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘বঙ্গবন্ধুর সংবিধান অনুযায়ী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই, সংবিধান অনুযায়ী আওয়ামী সরকারই তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।’
রোববার সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণ তাদের খুশি মতো ভোট দেবেন। জনগণই সিদ্ধান্ত নেবেন, কারা দেশ পরিচালনা করবেন।
‘নির্বাচনী প্রেসক্রিপশন বিএনপির কাছ থেকে শিখতে হবে না’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাংলার জনগণ বিএনপির প্রেসক্রিপশন গুনতে চায় না, বিএনপির কাছে আমাদের নির্বাচন শিখতে হবে না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল হচ্ছেন খুনির অনুসারী। নির্বাচনের কী ফরমুলা দেবেন তিনি? মিডিয়াবেজ রাজনৈতিক সংগঠন বিএনপি। ভোটের দিন নাটক রচনায় পটু তারা। আর পল্টনে বসে মিডিয়ার সামনে কান্নাকাটি, ভোট বর্জন…। তারা এজেন্ট খুঁজে পায় না। তাদের এজেন্টরা সিলেট, কক্সবাজার, থাইল্যান্ড ও মালয়েশিয়া ঘুরতে যায়।’
ডা. মুরাদ বলেন, নির্বাচন কোনো সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তত্ত্বাবধায়ক সরকারের সেই স্বপ্ন দেখে আর লাভ নাই। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। মিথ্যা স্বপ্ন দেখে কোনো লাভ হবে না।
তিনি বলেন, বাংলাদেশ আজ বদলে গেছে। বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। খাদ্যের কোনো সংকট নেই বরং রফতানিকারক দেশ হিসেবে বিশ্বে পরিচিত পাচ্ছে বাংলাদেশ। মাথাপিছু আয় আজ দুই হাজার ডলারের ওপরে। এটিই হলো বদলে যাওয়া বাংলাদেশ।
এ বদলে যাওয়া কোনো জাদুর কারণে হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে— বলেন তথ্য প্রতিমন্ত্রী।