ক্রীড়া ডেস্ক,
দেশের একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আকাশের দূত হলেন জাতীয় ক্রিকেট দলের টি-টুয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। গতকাল বেক্সিমকো কমিউনিকেশন্স’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন দু’জনে। আকাশের সঙ্গে দেশের অন্যতম সেরা দুই ক্রিকেটারের চুক্তিটি দুই বছরের।
সেই অনুষ্ঠানে রিয়াদ-মুশফিককে চুক্তিবদ্ধ করার পর আকাশের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, প্রতিষ্ঠানটির লক্ষ্য, দর্শনের সঙ্গে একাত্ম হয়েই চুক্তিতে সই করেছেন দুজন।
তার কথা, ‘সেরা মান ও সেবা নিশ্চিত করতে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে আকাশ। দেশের বিদ্যমান টিভি সংযোগ প্রযুক্তির মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছবি, পরিচ্ছন্ন শব্দ ও ঝামেলাহীন সেবা দিচ্ছে আকাশ। দেশের যে কোনো অঞ্চলে উচ্চমানের সেবা সহজে দিচ্ছে আকাশ। আমাদের দর্শন, লক্ষ্য ও অর্জনের সঙ্গে একাত্মতা পোষণ করেই মাহমুদউল্লাহ ও মুশফিক আমাদের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন।’
এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ টি-টুয়েন্টি দলের অধিনায়ক রিয়াদ বলেন, ‘ ধারাবাহিকভাবে ভালো খেলা যেমন একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ, একইভাবে সব এলাকার দর্শকদের জন্য সমানভাবে উচ্চমানের টিভি দেখার অভিজ্ঞতা দেওয়াটাও খুবই দরকার। আকাশ গ্রাহকরা সেই ভালো অভিজ্ঞতা পাচ্ছেন। এটা জেনে আমি বেশ আনন্দিত।’
অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের কণ্ঠেও ঝরে পড়ল একই সুর। বললেন, ‘দেশে টিভি সংযোগ সেবাগুলোর মধ্যে গুণে এবং মানে আকাশই সেরা। ছবির মান এবং শব্দ যত পরিচ্ছন্ন হবে, খেলাটা তত বেশি উপভোগ্য হয়ে উঠবে দর্শকদের জন্য। আকাশ এক্ষেত্রেই অপ্রতিদ্বন্দ্বী। এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’
বিএসডি/আইপি