স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
নিজস্ব প্রতিবেদক:
দেশেও এখন করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে বলে স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, এখন আক্রান্তদের ১৫ থেকে ২০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।
রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস) ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ নিয়ে কথা বলেন। এ দিনই ঢাকার বাইরে প্রথম ওমিক্রনের রোগী শনাক্ত করা হয়।
মন্ত্রী বলেন, যে হারে রোগী বাড়ছে, তাতে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন কিছুটা হয়েছেই। আমাদের যে স্ট্যাটিসটিকস আসছে, তাতে দেশে এখন ১৫ থেকে ২০ শতাংশ করোনা রোগীই ওমিক্রনে আক্রান্ত। কাজেই কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বলে আমি মনে করি।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, এতদিন পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ওমিক্রন ধরন পাওয়া যাচ্ছিল। তবে বুধবার সীমান্তবর্তী জেলা যশোরে তিনজনের ওমিক্রন ধরন পাওয়ার কথা জানা যায়। ওই তিনজনের মধ্যে দুজন ভারতীয় নাগরিক, অন্যজন বাংলাদেশি। আর ওই বাংলাদেশি দেশে থেকেই সংক্রমিত হয়েছেন।
বিএসডি /আইপি