নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও ২ জন।
আজ সোমবার সকালে আখাউড়া উপজেলার তন্তর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার যাত্রী মো. আউয়াল মিয়া (৫০) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ও মো. ফয়েজ মিয়া (৪৫) একই গ্রামের হেকিম ব্যাপারীর ছেলে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশার চালকসহ ২ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আখাউড়ার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বিমল কর্মকার বলেন, ‘আজ সকালে ৪ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার পথে একটি ট্রাক অটোরিকশাটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুরে ছিটকে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ২ যাত্রী মারা যান।
তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ধরখার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২টি মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিএসডি/ এলএল