জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে । উপজেলার প্রতিটি ইউনিয়নে আনাচে-কানাচে ব্যাপক জল্পনা কল্পনা এবং ভাবনার গুঞ্জন শোনা যাচ্ছে আসছে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এক আসন মীরসরাই থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যে বেশ কয়েকজন উদীয়মান তরুণের প্রচার-প্রচারণা পরিলক্ষিত হচ্ছে ।
নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ গননা শুরু হয়ে গেছে। অসমর্থিত সূত্রের খবরে জানা যায়- চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের উৎসাহী সমর্থকরা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ পছন্দের প্রার্থীর সমর্থনে স্টিকার, পোস্টার পোস্ট দিতে শুরু করেছেন।
এককথায় দেশের সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিএনপি সহ সরকার বিরোধী শিবিরের তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের আন্দোলন আপাতত মুখথুবড়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জননেত্রী শেখ হাসিনার সরকারও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।
সংসদীয় আসন চট্টগ্রাম -১, মীরসরাই নির্বাচনী এলাকায় নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন- ‘৭০ এর প্রাদেশিক পরিষদ নির্বাচন থেকে শুরু করে অদ্যাবধি সাতবারের সংসদ সদস্য, দু বারের সাবেক ক্যাবিনেট মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদীয় মনোনয়ন বোর্ড সদস্য, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা (মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার, সেক্টর-১), বর্ষীয়ান জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি মহোদয়ের সুযোগ্য পুত্র–
“আমরা মুক্তিযোদ্ধার সন্তান'” কেন্দ্রিয় প্রেসিডিয়াম মেম্বার, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সদস্য, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। অন্যদিকে চট্টগ্রামের মীরসরাই প্রতিভাবান সাংবাদিক দৈনিক আজকালের দর্পণ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জীবনকৃষ্ণ দেবনাথ ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদের পক্ষ থেকে নির্বাচন করার মনোভাব ব্যক্ত করেছেন। গতকাল তিনি চট্টগ্রাম শহরে আয়োজিত একটি গোল টেবিল বৈঠকে বেশ কয়েকজন সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের মীরসরাই থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার মনোভাব ব্যক্ত করেছেন ইতি পূর্বে ও তিনি এলাকায় বেশ কয়েকবার ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হারানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি । সাংবাদিক জগতের উদীয়মান এই নেতা জীবন কৃষ্ণ দেবনাথ বলেন মীরসরাই এর আগামীর উন্নয়নের ভাগ্যের কান্ডারী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ হিন্দু ঐক্য পরিষদের পক্ষ থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী। আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি ওনার কর্মকান্ডে সন্তুষ্টি লাভ করে শিক্ষিত জনগোষ্ঠী করার লক্ষ্যে মনোনয়ন প্রদান করেন তাহলে তিনি অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মিরসরাই এক আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে মনোভাব ব্যক্ত করেন ।
অতিসম্প্রতি যাঁর নাম দ্রুত আলোচনায় উঠে এসেছে- তিনি হচ্ছেন, সাবেক এনএসআই পরিচালক (প্রশাসন), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল আলম চৌধুরী শামস।
বরাবরের মতো আলোচনায় আছেন- সাবেক উপজেলা চেয়ারম্যান, উত্তরজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা, মেডিকেল বন্ধু খ্যাত আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন।
সম্প্রতি সংবাদ সম্মেলন করে আলোচনায় উঠে এসেছেন- ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক, সাবেক শিল্পমন্ত্রী, বাংলাদেশ- চায়না সিল্ক রোড ফোরামের চেয়ারম্যান কমরেড দিলীপ বড়ুয়া।
আলোচনায় আছেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট শিল্পপতি নিয়াজ মোর্শেদ এলিট।
সকল জল্পনাকল্পনার অবসান ঘটবে খুব শিগগিরই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাঁকে চাইবেন- তিনিই হবেন, মীরসরাইয়ের আগামীর নৌকার কান্ডারী। এখন শুধু অপেক্ষার পালা।
বিএসডি / মোঃ নাইমুর রাহমান