আন্তর্জাতিক ডেস্ক:
জো বাইডেন বলেছেন, এবারের মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে রিপাবলিকানদের ‘ঢেউ’ বয়ে যাবে বলে অনেকে বলেছিলেন। বাস্তবে তেমনটা হয়নি। তবে ডেমোক্রেটিক পার্টি প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি। এই নির্বাচনের ফল যা-ই হোক, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা আছে আমার।
তিনি বলেন, আগামী বছরের শুরুর দিকে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ঘোষণা দেওয়া নিয়ে এখনই কোনো তাড়া নেই।
বুধবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এসব কথা বলেন। খবর এএফপির।
এদিকে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে আবার প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আগামী সপ্তাহে ঘোষণা দিতে পারেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রতিপক্ষ ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান।
২০২১ সালের ২০ জানুয়ারি বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হন। আগামী ২০ নভেম্বর বাইডেনের বয়স হবে ৮০ বছর।
বিএসডি/এফএ